আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি হড়পা বান নিয়ে

আবারও বাড়তে চলেছে বানের প্রকোপ। হড়পা বানের শিকার উত্তর প্রদেশ, উত্তরাখন্ড। হড়পা বনের ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে এই রাজ্যগুলোতে। এবার গোয়াতেও সেই হড়পা বানের অশনি সংকেত। গোয়ার আবহাওয়া নিয়ে যৌথভাবে রিপোর্ট প্রকাশ করেছে ভূবিজ্ঞান এবং বিজ্ঞান মন্ত্রক এবং মৌসম ভবন।

যৌথভাবে দপ্তরগুলি জানিয়েছে, গোয়াতে যেকোনো সময় আসতে পারে হড়পা বান। সতর্ক করে বলেছে, হড়পা বান সৃষ্টি হতে পারে গোয়ার সমুদ্রপৃষ্ঠে। এরফলে তৈরি হতে পারে প্লাবন পরিস্থিতি। নিচু জমির মাটি ডুবে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে এতে। পাশাপাশি হড়পা বানের ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী রাজ্যের নিচু এলাকাগুলিতেও।

কর্নাটক, কেরালা এবং কঙ্কন উপকূলেও আসতে পারে হড়পা বান। গোয়া, কর্নাটক, কেরালায় বৃহস্পতিবারের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে গোয়াতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। গোয়ার সাতটি এলাকায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টির ফলে চলতি মৌসুমে কিছুটা কমেছে বৃষ্টির ঘাটতি।