গড়াচ্ছে বেলা, বাড়ছে লক্ষ্মী পুজোর বাজারে ব্যস্ততা

রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষ্মী। তার আগে জলপাইগুড়ি জেলা জুড়েই বিভিন্ন বাজার লক্ষ্মীপুজোর পসরা সাজিয়ে বিক্রেতারা।

লক্ষ্মী লাভের আশায় সাতসকালে প্রতিমা নিয়ে ব্যবসায়ীরা বাজারে। মূলত আশ্বিন মাসের শেষ পূর্ণিমাতে এই পুজো হয়ে থাকে। নানান প্রসাদ সামগ্রী নিয়ে বাঙালির ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। তার মধ্যে অন্যতম হলো “আখ”। আর সাতসকালে বাজারে দেখা গেল আখের চাহিদা অনেকটাই বেড়েছে।

ব্যবসায়ীদের ব্যস্ততাও তুঙ্গে লক্ষ্য করা গেল এদিন। আর তাই লক্ষ্মী লাভের আশায় জলপাইগুড়ির এই ব্যবসায়ীরা।