বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি৷ এই নিয়ে পাঁচ বার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। শেষ বার ১৫ মার্চ থেকে পিছিয়ে ২১ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছিল৷ শীর্ষ আদালত জানিয়েছে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১১ এপ্রিল৷
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। তা পিছিয়ে জানুয়ারি মাসে করা হয়৷ প্রথমে ঠিক ছিল ১৪ জানুয়ারি শুনানি হবে। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই দিনও শুনানি হয়নি। এর পর ঠিক হয় শুনানি হবে ২১ মার্চ৷ কিন্তু এদিনও স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল৷
ডিএ মামলা থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার বেঞ্চ বদল হয়। মামলা যায় বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে৷ কিন্তু সোমবার এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি হৃষিকেশ রায়ও৷ ফলে শুনানির জন্য ফের নতুন বেঞ্চ গঠন করা হয়। ১১ এপ্রিল শুনানি হয় কিনা, এখন সেটাই দেখার৷