অনুব্রত না থাকার কারণে শুরু হয়েছে দলবদল পর্ব

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কমিশন ঘোষণা করেছে, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। সেই মতো পঞ্চায়েত ভোটের আগে জেলা জুড়ে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। বিরোধীরা জেলায় মনোনয়ন পর্বে বেশ খানিকটাই এগিয়ে, আর পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

কিন্তু অনুব্রতহীন বীরভূম জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে দল বদল করছেন শাসক দলের নেতাকর্মী সমর্থকরা। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বেগুনিয়ায় বিজেপির পার্টি অফিস প্রাক্তন প্রধান শিউলি দে সহ এলাকায় প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিতে যোগদান করেন। যা নিয়ে যথেষ্টই অস্বস্তিতে স্থানীয় নেতৃত্ব।

অন্যদিকে এদিনই বিকেলে ওই ব্লকেরই ঝিকড্ডা অঞ্চলের কোট গ্রামে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সহ তৃণমূল বুথসভাপতি সানোয়ার সেখ এবং সাথে এলাকার সিপিএম কর্মীরা কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের কার্যকর সভাপতি সৈয়দ কাসাফদোজ্জা। পঞ্চায়েত ভোট পূর্বে একই দিনে জোড়া বিপত্তিতে কার্যত নাজেহাল তৃণমূল কংগ্রেস।