আচমকাই যান্ত্রিক গোলযোগের কারণে অন্য ট্রেনে মালদহ যাচ্ছেন রাজ্যপাল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে প্রতি নিয়ত একাধিক ঘোষণা করা হয় রেল কতৃপক্ষের তরফে। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরর সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি খেয়াল রেখে চলতি বছর শুরুর থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে শুক্রবার সকালে মালদহে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যান্ত্রিক গোলযোগ৷ যার জেরে হাওড়া স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছাড়তেই পারল না হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস, আটকে পড়েন রাজ্যপাল, বিপাকে পড়েন যাত্রীরাও৷ এর এক ঘণ্টা পর বিকল্প ট্রেনে চেপে মালদহের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়তে পারেনি। যাত্রীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তাই বিকল্প ট্রেনে করে তাঁদের পাঠানো হয়েছে।”