ধূপগুড়ির ভোটের ফলাফলের দিকেই নজর রাজনৈতিক মহলের

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হবে।

এই অবস্থায় ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বিধানসভায় বুথের সংখ্যা ২৬০। সেখানে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি থাকবেন রাজ্য পুলিশকর্মীরাও।

ধুপগুড়িতে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ৩৮টি। মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এখানে উপনির্বাচন হচ্ছে। এবার বিজেপির প্রার্থী হয়েছেন পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়। সুষ্ঠু ভোট হলে শেষ পর্যন্ত কারা বাজিমাত করবে সেদিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের।