বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কেলেঙ্কারির তদন্তের মাঝেই ২০২৩ এর প্রথম দিকে আবাস দুর্নীতি নিয়ে শোরগোল গোটা রাজ্যে।
অভিযোগ, যাদের পাওয়ার কথা তাদের বঞ্চিত করে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায়ে বহু জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। গোটা রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ফেটে পড়েন সাধারণ মানুষজন।
জানা গিয়েছে, গত নভেম্বর মাসে ২৯ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির ১ লক্ষ ২০ হাজার টাকা করে জমা পড়েছে। এই আবহে অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলায়।