চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্নে।
হাওয়া অফিসের পূর্বাভাস পেয়ে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্তপোক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের উপর দেওয়া হয়েছে নজরদারির নির্দেশ।
বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার জেলাশাসকদের নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২২ তারিখ সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ অক্টোবর সন্ধ্যা নাগাদ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার ফলে কালীপুজোয় বষ্টির সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানাতে পারেনি হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের গতি বা প্রভাবও নির্ধারণ করা যায়নি৷ তবে আগে থেকেই সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়ে রাখল নবান্ন।