তাইওয়ান নিয়ে বাড়ছে উত্তেজনা, প্রস্তুত চীন ও আমেরিকা

চলতি বছর শুরু হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ অবিরাম গতিতে চলছে যুদ্ধ পরিস্থিতি৷ এই যুদ্ধ চলছে বিগত বেশ কয়েক মাস ধরে৷ এখনও ধিক ধিক করে জ্বলছে যুদ্ধের আগুন৷ এরই মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা এবং চিনের মধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তাইওয়ান সীমান্তের কাছে চিনের যুদ্ধের মহড়া গোটা বিশ্বের কৌশলগত ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

তবে এবার চিনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ান প্রণালী ধরে যৌথ সামরিক মহড়া শুরু করল আমেরিকা এবং কানাডা। চিনের কাছে যা এক ‘চমক’৷ তবে আমেরিকার নাম না করেই তাদের সাফ হুঁশিয়ারি, কোনও রকম প্ররোচনা সৃষ্টির চেষ্টা হলে কিংবা চিনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হলে, পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বেজিংও।

সুসজ্জিত নৌবহর নিয়ে তাইওয়ান প্রণালী ধরে এই সামরিক মহড়া প্রসঙ্গে আমেরিকার নৌবাহিনীর সপ্তম নৌবহরের দাবি, আন্তর্জাতিক আইন মেনেই তাইওয়ান প্রণালী ধরে এগিয়ে চলেছে আমেরিকা এবং কানাডার যৌথ রণতরী। এ প্রসঙ্গে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দের বক্তব্য, ‘‘এই রুটিন মহড়ার মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, অবাধ এবং স্বাধীন রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটাই রক্ষা করছি মাত্র।”