চা বাগান এলাকাতে ক্রেস ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি ও পরিচালনার বিষয় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যাতে অনুষ্ঠিত হলো টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বুলু চিক বড়াইক, INTTUC এর রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তা ছেত্রী, অনিত থাপা, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুণ্নম্বলম সহ অন্যান্যরা। বৈঠকের পর মন্ত্রী মলয় ঘটক বলেন উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় ৭০টি ক্রেস ও ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। তার জন্য প্রথম ভাগের টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই টেন্ডারের কাজ করা হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, নূন্যতম মজুরি নিয়ে কমিটি তৈরি হয়েছে যেখানে বিরোধীরাও রয়েছে।ইতিমধ্যেই ১৪টি বৈঠক করেছে ওই কমিটি। আগামী মাসে ফের বৈঠক রয়েছে। বিরোধী ও মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে সরকারকে বললে সরকার মঞ্জুরি দিয়ে দেবে।
Related Posts
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর…
রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের তিন প্রতিনিধি দল
তৃণমূল কংগ্রেসের তিন প্রতিনিধির দল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছান। আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে একহাত নিলেন তিনজন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল ডেকেছেন। তাই আমরা সম্মান…
পুরসভার ১বছর পূর্তি উপলক্ষে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলেন চেয়ারম্যান
ইসলামপুর পুরসভার বর্তমান বোর্ডের ১বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার হল ঘরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বিগত বছর গুলিতে যেসমস্ত উপভোক্তা নানান কারনে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মানের টাকা পায়নি এমন ২৬ জন উপভোক্তাদের হাতে প্রথম…