ঘোষিত হলো গরমের ছুটির সময়সীমা

দিন প্রতিদিন গরমের পারদ চড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ হাঁসফাঁস করা গরমে অস্থির পড়ুয়ারাও৷ পরিস্থিতি বিবেচনা করে আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ নবান্ন সভাঘরে আয়োজিত প্রশাসনিক বৈঠক শিক্ষা সচিব মণীশ জৈনকে ছুটি ঘোষণা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কত দিন ছুটি থাকবে তা এখনও নিশ্চিত নয়৷ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ 

প্রবল তাপদাহে ছাত্রছাত্রীদের যথাসম্ভব স্বস্তি দিতে সকালে স্কুলের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে৷ গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে জানিয়েছিলেন প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে৷ এর পরেই আজ বুধবার শিক্ষা দফতরের কর্তা ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ প্রচণ্ড গরমের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন তিনি৷  শিক্ষা শিবিরের বড় অংশে সকালে স্কুলের থেকেও গ্রীষ্মের ছুটির দাবিতে সোচ্চার হয়েছিল৷ 

শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে এ দিন এই বিষয়ে বৈঠকও করেন শিক্ষামন্ত্রী। বৈঠকের আগে তিনি বলেছিলেন, “আবহাওয়া, বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছি।’’ তিনি এও জানান, গত দু’বছর অতিমারির কারণে স্কুল বন্ধ ছিল৷ সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। ধীরে ধীরে ছেলেমেয়েদের স্বাভাবিক ছন্দে ফিরছে। তবে আজকের বৈঠকের পর ছুটি এগিয়ে আনার প্রস্তাবেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী৷