বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ক্লাসরুমে সাপ, ঘটনায় আতঙ্ক স্কুল চত্বরে

বিদ্যালয়ে স্কুল চলাকালীন হঠাৎ ক্লাসরুমে সাপ। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় স্কুল চত্বরে। ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর, স্কুলের পঠন পাঠন শুরু হওয়ার সময় ঘটলো এমন ঘটনা। সাপ দেখার পর স্কুলের ঘর থেকে বের করে দেওয়া হলো সমস্ত ছাত্রছাত্রীদের, ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা খড়খড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার বিদ্যালয়ে স্কুল চলাকালীন হঠাৎ ক্লাসরুমে একটি সাপ চলে আসে, শুরু হয় হুরুস্তুল কান্ড। ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তরিঘরি ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। পরে খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে বনকর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর স্কুল থেকে বের করে দেওয়া হয় সাপটিকে।
এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানায়, স্কুলে পাঠন করার সময় প্রথমে বারান্দায় দেখতে পাই সাপটিকে, পরে স্কুল ঘরে চলে আসে। এই ঘটনায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন।