কিছুটা হলেও মিললো স্বস্তি, এখনই বন্ধ হচ্ছে না শহরের হুক্কা বার

গত বছর আচমকাই কলকাতা পুরসভার তরফে ঘোষণা করা হয়েছিল যে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করা হবে। কিন্তু এর পরেই এই ক্ষেত্রে দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ স্পষ্ট জানায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এরপর এই ইস্যু নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কলকাতা পুরসভা। তবে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জানান হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপার বুক জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর হবে। কলকাতা এবং বিধাননগর এলাকার হুক্কা বারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হুক্কা বারে যে রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, এর ধোঁয়া, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় যদিও তার প্রমাণ নেই, নেশার জিনিস হুক্কাতে মেশানো হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্ম তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং বারবার সেই হুক্কা বারে যেতে চাইছে।

কিন্তু কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বলে, হুক্কা বার নিয়ে রাজ্যের কোনও সুনির্দিষ্ট আইন নেই৷ ফলে হুক্কা বার বন্ধের এই সিদ্ধান্তও আইন মেনে নেওয়া হয়নি৷ হুক্কা বার বন্ধ করতে চাইলে, রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে।