জঙ্গল হয়ে গেলেও কংক্রিটের শহর এখনও শহর ছাড়ে নি পাখিরা। যে কটি গাছ রয়েছে তাতেই দলবল বেঁধে তাদের বসবাস। এদিক ওদিক থেকে খাবার খেলেও পিপাসা মেটাতে সমস্যায় পড়তে হয় তাদের। পাখিদের কথা সাধারণ মানুষ না ভাবলেও পশুপাখি প্রেমীরা তাদের কথা চিন্তা করে থাকে। সেই মতো পাখিদের পিপাসা মেটাতে এগিয়ে এলেন সমাজসেবী তথা পাখি প্রেমী উত্তম চ্যাটার্জী। শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড সেবক রোডের ধারে এখনও কিছু কিছু গাছ রয়েছে। সেইসব গাছে পাখিরা উড়ে উড়ে চলে আসে।
শহরের কোলাহলের মাঝেও পাখিদের কিচিরমিচির শব্দ অনেকের মনে প্রশান্তি এনে দেয়। সেই সমস্ত গাছের ওপর উঠে জলের পাত্র বেঁধে দিতে দেখা গেলো উত্তম চ্যাটার্জীকে। শুধু জলের পাত্রই নয় সেই পাত্রে পাখিদের পিপাসা মেটাতে জলও দিয়ে থাকেন তিনি। কাজের অবসরে তিনি ঘুরে দেখেন কোন কোন গাছে পাখিরা থাকে। এরপর তিনি সেই সব গাছগুলিতে জলের পাত্র বেঁধে রাখেন। তিনি জানান গাছের নিচে পাত্রগুলি রাখলে কোনোনা কোনোভাবে সেগুলো নষ্ট হয়ে যায়। তাই গাছের ওপরে পাত্রগুলি বেঁধে দেন তিনি। তিনি সাধারণ মানুষদের কাছে আবেদন জানান, যারা গাছগুলির কাছাকাছি থাকেন তারা যেন নিয়ম করে একটু পাত্রগুলিতে জল দেন।