নতুন বছরের শুরুতেই আশঙ্কা করা হয়েছিল যে বেশ কিছু নিয়মে বদল আসতে পারে৷ সেই আশঙ্কাকে সত্যি করে ঘোষিত হলো বেশ কিছু নিয়ম৷ বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে৷ যে বড় পরিবর্তনগুলি ঘটেছে তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, সিএনজি এবং পিএনজি এর দামে পরিবর্তনের মতো বিষয়গুলি৷ এছাড়াও আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্ক লকার সংক্রান্ত নিয়মাবলিতেও বদল আসতে চলেছে। কমছে GST ই-ইনভয়েসিংয়ের সীমা কমতে চলেছে৷
জিএসটি ই-ইনভয়েসিং বা ইলেকট্রনিক বিলের নিয়ম ১ জানুয়ারী থেকে বদলে গিয়েছে। ই-ইনভয়েসিংয়ের জন্য ২০ কোটি টাকার সীমা কমিয়ে ৫ কোটি টাকা করেছে সরকার। এর ফলে এখন যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার পাঁচ কোটি টাকার বেশি তাঁদের ইলেকট্রনিক বিল তৈরি করতে হবে। নয়া নিয়মে ব্যাংকগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারবে না। কোনও কারণে লকারে রাখা কোনও গ্রাহকের কোনও জিনিসসের ক্ষতি হলে তার দায় ব্যাঙ্কের উপর বর্তাবে৷
২০২৩ সালের শুরু থেকেই Maruti Suzuki, MG Motors, Hyundai, Reno থেকে Audi এবং Mercedese-এর মতো কোম্পানিগুলি তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে টাটা তার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। নতুন বছরের শুরুতেই এলপিজি সিলিন্ডার-সিএনজি-পিএনজির দাম নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৷ অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দামে পতন দেখা যেতে পারে।