শুন্য পদে লেফটেন্যান্ট জেনারেল হলেন অনিল চৌহান

চলতি বছরের শুরুতে ঘটে গিয়েছিলো এক বড় ঘটনা। আকস্মিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ যায় দেশের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের৷ এবার জেনারেলের মৃত্যুর ৯ মাস পর নতুন সিডিএস পেল দেশ৷ পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ গত ৪০ বছর ধরে ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর তিন সেনার সর্বোচ্চ পদে বসছেন তিনি।

এক বিবৃতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক চপার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়াতের৷

এর পর থেকে এই পদ পেলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা এই তিন বাহিনীর পরিষেবার মধ্যে সামঞ্জস্য আনতেই নয়া পদটি তৈরি করা হয়েছিল৷ পদাধিকার বলে চিফ অব ডিফেন্স স্টাফ চিফ অব স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টাও বটে।

তবে লেফটেন্যান্ট জেনারেল চৌহানকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সঁপার আগে সিডিএস নিয়োগের নিয়মে সংশোধন করতে হয় কেন্দ্রকে। কিন্ত, জেনারেল রাওয়াতের প্রয়াণের পর সেই নিয়ম সংশোধন করে কেন্দ্র জানায়, শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরা নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে বসতে পারবেন। তবে তাঁদের বয়স ৬২ বছরের কম হতে হবে। পরিবর্তিত নিয়ম মেনেই অনিল চৌহান দেশের সেনা সর্বাধিনায়ক হলেন।