ফের ওপেনএআইয়ের সিইও পদে ফিরতে চলেছেন স্যাম অল্টম্যান

গত সপ্তাহতেই সত্য নাদেল্লা ‘স্যামকে’ ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরিয়ে মাইক্রোসফ্টে নিযুক্ত করেন। তবে এরই মাঝে শোনা যায় ফের ওপেনএআইয়ের বোর্ডের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে স্যামের সঙ্গে। অবশেষে বুধবার জানা গিয়েছে তিনি আবারও ওপেনএআইয়ের সিইও পদে ফিরতে চলেছেন।

এদিন এক্স হ্যান্ডেলে জানান, স্যামকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। এছাড়াও ওপেনএআইতে নতুন বোর্ডের সদস্য হতে চলেছেন ল্যারি সামারস,অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো ও ব্রেট টেলর। তবে স্যাম নিজেও জানিয়েছেন যে তিনি নিজের পুরনো অফিসে ফিরতে পেরে ভীষণ খুশি।

এক্সে সত্য নাদেল্লা এই বিষয়ে জানিয়েছেন, ‘ওপেনএআই বোর্ডের পরিবর্তনে তিনি ভীষণ ভাবে উৎসাহিত এবং তাঁর বিশ্বাস যে সংস্থাটি আরও স্থিতিশীল, তথ্যনির্ভর ও কার্যকরী পরিচালনের জন্য এটাই তাদের প্রথম পদক্ষেপ হতে চলেছে। স্যাম, গ্রেগ ও সত্য নাদেল্লা এ বিষয়ে কথা বলে সহমত হয়েছেন যে ওপেনএআই-কে নেতৃত্ব দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’