একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ করেছে আদালত। চলতি সপ্তাহের শুরুতেই ফের একবার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ রাজ্যের অন্যতম মামলা গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আপাতত জেলেই থাকতে হচ্ছে।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেনের আইনজীবী। কিন্তু সিবিআই পাল্টা যুক্তি শোনার পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে এবং তারা সায়গলকে জেলে গিয়েই জেরা করতে চান।

আরও অনেক তথ্য তারা এইভাবে হাতে পেতে পারেন বলেই অনুমান। সেই যুক্তি শুনেই আদালত সায়গলের জামিনের আবেদন ফের খারিজ করে দিয়েছে। তবে আগামী ২২ জুলাই এই মামলার শুনানির দিন আবার জামিনের আবেদন করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি। ততদিন জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ৯ জুন সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআই দাবি করেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা সহগলের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হওয়ার পর অনেক সম্পত্তি বেড়েছে। সেই পরিমাণ অন্তত ১০০ কোটি টাকা! পাশাপাশি সিবিআই দাবি করেছে, সায়গলের সঙ্গে একাধিকবার গরুপাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে কথা হয়েছে। যদিও সহগলের আইনজীবীর বক্তব্য, সম্পত্তির পরিমাণের যে দাবি করা হচ্ছে তা সিবিআই প্রমাণ করতে পারেননি।