শেষ রক্ষা হলো না ঋষির, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

শুরু দিকে অনেক আশা থাকলেও অবশেষে সব আশা বিফলে করে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। প্রতিযোগিতার শুরু থেকে অনেক কৌতূহল ছিল তাঁকে নিয়ে। বিশেষ করে ভারতীয়দের মধ্যে। কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভালো জায়গায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

শুরুর দিকে গতি নিলেও, শেষ পর্যন্ত কিন্তু জয়ী হতে পারলেন না তিনি। ২০ হাজারেরও বেশি ভোটে তাঁকে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শেষ হওয়া প্রাথমিক পর্বের ভোটাভুটিতে শীর্ষস্থানে ছিলেন ঋষি। কিন্তু শেষ রক্ষা হলো না ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই-এর।

ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়েছিলেন। লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট এবং সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে এই পদে আসীন হলেন লিজ। আজ মঙ্গলবার ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর ইস্তফা ঘোষণার পর এই পদে এলেন ট্রাস। প্রসঙ্গত, গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেন। তারপর থেকেই পরের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।