একের পর এক চাপ আছে ইউক্রেনের ওপর৷ ২২ দিন পার৷ এখনও যুদ্ধ চলছে ইউক্রেনে৷ এরই মধ্যে রাশিয়ার হাত শক্ত করতে যুদ্ধে যোগ দিল চেচেন প্রজাতন্ত্র৷ ইতিমধ্যেই ক্রেমলিনের হয়ে এক হাজার সেনা রওনা দিয়েছে ইউক্রেনের উদ্দেশে৷ সোশ্যাল মিডিয়ায় চেচেন নেতা রমজান কাদিরভ এমনটাই জানিয়েছেন৷
কাদিরভ লেখেন, ‘‘ইউক্রেনকে নাজিবাদী এবং সেনাবাদী চিন্তাভাবনা থেকে মুক্ত করতে চেচেন প্রজাতন্ত্রের এক হাজার স্বেচ্ছাসেবক বিশেষ অভিযানে নেমেছে।’’ এই অভিযানে চেচেন বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন আপটি আলাউদিনভ৷ যিনি কাদিরভের বিশ্বস্ত অনুচর হিসাবেই পরিচিত৷ উল্লেখ্য, এর আগেও একাধিকবার কাদিরভ বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
২৩ দিনে পড়ল পুতিনের সেনা অভিযান৷ গত ২৩ দিন ধরে লাগাতার ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রুশ বহিনী৷ রুশ ফৌজের আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর৷ ইতিমধ্যেই একাধিক শহরের দখল নিয়েছে রুশ সেনা। তবুও মাথা নত করেনি ইউক্রেন৷ পাল্টা জবাব দিয়ে চলেছে৷ আত্মবিশ্বাসী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ নিজেদের জয় নিয়ে নিশ্চিত তিনি৷ এদিকে, যুদ্ধে ইতি টানতে বারবার আলোচনার টেবিলে বসেছে দুই পক্ষ৷ কিন্তু, এখনও মেলেনি রফা সূত্র৷ জানা গিয়েছে, রাশিয়া ইউক্রেনের সামনে কিছু শর্ত রেখেছে৷
সেই সকল শর্ত মেনে নিলেই সেনা প্রত্যাহার করে নেবে রাশিয়া৷ এরই মধ্যে ইউক্রেন সেনার হাতে আটক ন’জন রুশ সেনাকে মস্কোর হাতে তুলে দিয়েছে কিয়েভ। এর বদলে মেলিটোপোল শহরের মেয়রকে ফিরিয়ে আনা হয়েছে৷ গত সপ্তাহে রুশ সেনা বন্দি বানান মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভকে। তাঁকে ফেরত পেতেই বন্দি বিনিময়ের পন্থা নেয় ইউক্রেন।