বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সিবিআই এর জিম্মায় শেখ শাহজাহান। সিবিআই হেফাজতে ঘুম উড়েছে সন্দেশখালি কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানের।
ইতিমধ্যেই শাহজাহানকে ম্যারাথন জেরাও শুরু করছে সিবিআই। শাহজাহানের সোজা উত্তর, ইডি পেটানোর ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না শেখ শাহাজান। তবে তদন্তকারীদের প্রশ্নে মুখ খুলতে নারাজ সাসপেন্ডেড তৃণমূল নেতা।
গতকালই সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। ইডির সিল করে যাওয়া বাড়িতে হানা দেয় সিবিআই। ওদিকে, গত ৫ জানুয়ারি ঘটনার দিন শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান এই দুই সামনে রেখে চলছে সাঁড়াশি আক্রমণ। সূত্রের খবর, সেদিন শাহজাহানের ফোন থেকে ৩০ মিনিটে ২৮ বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও নেতার সামনে রেখে তাকে জেরা করছেন তদন্তকারীরা।