দীঘা যাবার পরিকল্পনা করছেন! রয়েছে নয়া চমক

নিম্নবিত্ত বাঙালিদের একমাত্র ঘোরার জায়গা হচ্ছে দীঘা। তাই অল্প কিছুদিনের ছুটি পেলেই অনেকে যায় সমুদ্র দর্শন করতে। তার ওপরে দীঘা এখন তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির। সামনে আবার রথ। এই সময় দীঘা কর্তৃপক্ষ পর্যটনদের জন্য নয়া চমক আনছেন। দেখুন আপডেট কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা!

মাঝেমধ্যেই কিছু প্রতারকদের কাছে প্রতারিত হন দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা। অনেক সময় দিঘায় গিয়ে হোটেল বুকিং করতে গিয়ে পর্যটকরা সমস্যাতে পড়েন। এর আগে তাই দিঘার সার্বিক নিরাপত্তা নিয়ে এক গুচ্ছ অভিযোগ এসেছে। এবার এই সমস্যার নিয়েই বিশেষ উদ্যোগ নিয়েছে দিঘার হোটেল মালিকরা।

এবার দিঘায় গিয়ে পর্যটকরা হোটেল বুকিংয়ের জন্য কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে পরিচয়পত্র দেখতে পাবেন। সেই পরিচয় পত্র থেকে আপনারা দেখে নিতে পারবেন এজেন্টের নাম এবং বাকি বিস্তারিত বিবরণ। ফলে আপনাদের এর প্রতারণায় খপ্পরে পরতে হবে না।