এক দু বার নয় দশম বারের মতো তলব এরিয়ে গেলেন অনুব্রত

পূর্বেও একের পর তলব এড়িয়ে গেছেন তিনি৷ বারংবার একই ঘটনার পরিপ্রেক্ষিতেএবারেও অনুমান ছিল যে তিনি এবারেও হাজিরা দেবেন না৷ সেই অনুমানকে সত্যি করে এবারেও হাজিরা এড়িয়ে গেলেন তিনি৷

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে৷

কিন্তু, এদিন হাজিরা দেননি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সিউড়ির বাড়িতেই রয়েছেন কেষ্ট। জানিয়েছেন শরীর ভালো নেই তাঁর৷ এখন অনুব্রতর বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ করে সেটাই দেখার।

মঙ্গলবার অনুব্রতর বোলপুরের বাড়িতে পৌঁছন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সের দল৷ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানান, অর্শের সমস্যা রয়েছেন তৃণমূল নেতার। তার উপর শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদিতে ভুগছেন তিনি।

তাঁকে ‘বেড রেস্ট’ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে চিকিৎসক এও জানান, অনুব্রতর অনুরোধেই সাদা কাগজে তাঁকে বেড রেস্ট লিখে দিয়েছেন তিনি৷  গতকাল দশমবারের সমন দিতে অনুব্রতের বাড়ি পৌঁছেছিল সিবিআই। মঙ্গলবার এক সিবিআই আধিকারিক টোটো করে অনুব্রতের বাড়ি যান। সমন দিয়েই তিনি ফিরে যান।