সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হলো কখন কার সাথে থাকবে সেটাই ঠিক করতে পারছে না।বিজেপি পাহাড়ের মানুষের উন্নয়ন চায়। বাংলা ভাগ নিয়ে তিনি বলেন বিজেপি খোলা আকাশের মতো।ভারতীয় জনতা পার্টির একটাই নীতি একটাই বাংলা তাকে সোনার বাংলা বানাবো।
Related Posts
বাংলা ভাগের বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ
বাংলা ভাগের বিরোধিতা করে পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। এদিন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে বাংলা ভাগের বিরোধিতা সহ অন্যান্য কর্মসূচি নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের…
Recently an incident of fire was reported from Siliguri where a house was completely brought down to ashes
An incident of fire was reported from DS Colony under Ward No. 34 of the Siliguri where a house was completely brought down to ashes. As per reports, on Monday night at around 2 a.m., a fire broke out at…
টোটোকে নিয়ন্ত্রণে আনতে নয়া উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার
শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ। টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশন এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস-চেয়ারম্যান…