সাধু হতে চায় বলে গৃহত্যাগি হলেন ইংরাজি মাধ্যমের পডুয়া

উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের বাসিন্দা আদর্শ তিওয়ারি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। গতকাল ভোরে বাড়ি থেকে নিখোঁজ হয়। গঙ্গা স্নান করতে যাচ্ছে বলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়।

জানা গিয়েছে যে, হঠাৎই সাধু হওয়ার লক্ষ্যে গৃহত্যাগী হয়েছে সে। বাড়ির লেটার বক্সে রেখে যায় একটি চিঠি। লিখে যে, নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যাচ্ছে। আগামী ২৪ মে তার জন্মদিন। সেদিন সে দীক্ষা নেবে। যাওয়ার আগে গঙ্গায় স্নান করে, এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি ফেলে যায়। চিঠিতে জানিয়ে যায়, সে প্রথমে নবদ্বীপ ও পরে বৃন্দাবন যাবে।

পরিবার সুত্রে জানা যায় যে, সকাল সাড়ে পাঁচটা নাগাদ আদর্শকে উত্তরপাড়া স্টেশনে সাধু বেশে দেখা গিয়েছে। আদর্শের দাদু প্রেমনাথ তেওয়ারি জানান, নাতিকে নিয়ে একবার মথুরা বৃন্দাবন অযোধ্যায় গিয়েছিলেন। সেখানে প্রেমানন্দ নামে এক সাধুর আশ্রমে যায়। বই কেনে। যমুনা নদীতে স্নান করে মাটি নিয়ে আসে যেটা দিয়ে রোজ তিলক কাটতো। কোরান-বাইবেল-গীতার মতো ধর্মীয় বই পড়ত। আদর্শের বোন অক্সিতা তেওয়ারী বলেন, “ক্লাস টেনের বোর্ড পরীক্ষার সময়ও বলেছিল আমি বাড়ি ছেড়ে পালাবো। একবার কী স্বপ্ন দেখে পুজো পাঠ শুরু করে। হঠাৎ কী হল জানি না।”