বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ন’দিনব্যাপী কর্মশালার আয়োজন

পাহাড়ে বনাঞ্চল এলাকায় বসবাসকারী বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ন’দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করলো গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বনদপ্তর। বুধবার শিলিগুড়ির শালবাড়ি এলাকার একটি হোটেলে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন GTA চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। আজ থেকে এই কর্মশালা শুরু হয়েছে চলবে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, দার্জিলিং ও কালিম্পং জেলার বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় ১৫০ জন যুবক যুবতী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। এখানে কম্পিউটার, হসপিটালিটি, বিউটিফিকেশন কোর্স, হস্তশিল্প, ফুড প্রসেসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।