এবার বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে, চালু হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আধুনিক ভারতের অন্যতম একটি ফসল বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত রুট শুরু হয়েছে।

সম্প্রতি শোনা যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দিঘা পর্যন্ত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া চিঠিতে বলেছেন যদি এই ট্রেন চালু হয় তাহলে উপকৃত হবেন ৬ লক্ষ মানুষ।

যদিও পূর্ব রেল এই বিষয়ে এতদিন বিশেষ কিছু বলতে চায়নি। পূর্ব রেল অবশেষে এই বিষয়ে মুখ খুলল। বনগাঁর বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস বনগাঁ থেকে দীঘা পর্যন্ত চালু করা হোক যেগুলো স্টপেজ দেবে বারাসত, দমদম হয়ে ডানকুনি, পাশকুঁড়াতে।