দীর্ঘ দু’যুগ ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে ফের ফালাকাটা জয়গাঁ রুটে নতুন করে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এখন থেকে প্রতিদিন ওই বাসটি ফালাকাটা ও জয়গাঁর মধ্যে যাতায়াত করবে। কারন ভুটানের সীমান্ত শহর হওয়ার দরুন প্রতিদিন ফালাকাটা থেকে প্রচুর ব্যবসায়ী জয়গাঁয় যাতায়াত করেন। এতদিন ধরে ওই যাত্রীদের বেসরকারি পরিবহনের উপরেই নির্ভর করতে হতো। এছাড়াও পুজোর মধ্যেই বারো কোটি টাকা খরচ করে ত্রিশটি সিএনজি বাস কিনবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যার জন্যে কোচবিহার ও কলকাতার মধ্যে তৈরি করা হবে মোট সাতটি সিএনজি রিফিলিং স্টেশন। ওই সাতটির মধ্যে ফালাকাটা বাস স্টেশনেও তৈরি করা হবে সিএনজি রিফিলিং স্টেশন। এদিন ফালাকাটা জয়গাঁ রুটের বাস পরিষেবার উদ্বোধন করতে এসে নিগমের ওই পরিকল্পনা গুলির কথা জানান নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। চেয়ারম্যানের সঙ্গে এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার পুরপিতা প্রদীপ মুহুরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Related Posts
পুজোর আগে জমি জবর দখকারীদের উচ্ছেদ করতে মরিয়া প্রশাসন
ইসলামপুরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদের নেতৃত্বে এক বিশাল টিম বৃহস্পতিবার রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় সরকারি জমি দখল করে বসে থাকা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেয়। আচমকাই মহকুমা প্রশাসনের এই উচ্ছেদ…
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে
ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে…
বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না
উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন্যান্য…