সকাল থেকেই বৃষ্টি, তবুও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়

সকাল থেকেই দিনভর বৃষ্টি। তা সত্ত্বেও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়। সরকারি পরিষেবার সুবিধে নেওয়ার জন্য ছাতা মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল চা বাগানের শ্রমিকদের।

শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলছে। গতকাল রাত থেকেই মুষলধারায় বৃষ্টি ঝড়ছে জলপাইগুড়িতেও। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল ডেঙ্গুয়াঝাড়‌ এলাকায়। তবে হতাশ হতে হয়নি সরকারি কর্মীদের। চা বাগানের শ্রমিকদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় ক্যাম্পে। বৃষ্টির মধ্যেও ক্যাম্প‌ করায় প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।