বাধ্যতামূলক মাস্ক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কোভিড বিধি ভুলে মাস্ক পরা শিকেয় তুলেছে অধিকাংশ দেশের মানুষ৷ কিন্তু এখনও সম্পূর্ণ কোভিডমুক্ত নই আমরা৷ কোভিড বিদায় নিয়েছে বলে যে সমস্ত দেশ মাস্ক পরা বন্ধ করেছে, তাদের সতর্ক করে দিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এখনও কোভিড থেকে এখনই মুক্তি নেই৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইট করে বলেন, ‘‘একজন ব্যক্তি অতীতে করোনা আক্রান্ত হলেও, পরবর্তীতে সংক্রমিত হতেই পারেন৷ একাধিকবার কোভিডে আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমরা কেউই চাই না এই ঘটনার পুরনাবৃত্তি হোক৷ বিপদ থেকে রক্ষা পেতে চলুন মাস্ক ফিরিয়ে আনি।’’

কোভিড নিয়ে সতর্ক করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও৷ তাঁদের আশঙ্কা, শীতের মরশুমেই ফের বাড়বে করোনার প্রাদুর্ভাব৷ বিশেষ করে আগামী ফেব্রুয়ারি মাসে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে তাঁদের আশঙ্কা৷ তাঁরা জানাচ্ছেন, উত্তর গোলার্ধের দেশগুলিতে দৈনিক গড় সংক্রমণ ১৬.৭ মিলিয়ন থেকে বেড়ে ১৮.৭ মিলিয়ন পর্যন্ত হতে পারে৷ তবে তাদের আশ্বাস, দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও, মৃত্যুর হার বিশেষ বাড়বে না।