বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিয়ানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের।
এদিকে, এই ঘটনার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মূলত, এই ব্যাপারে সকালেই জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানানো সত্বেও কেন ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হল না, এটা নিয়ে বিবৃতির মাধ্যমে ইডির তরফে প্রশ্ন ছোঁড়া হল।
এমতাবস্থায়, ওই হামলার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনও FIR-এর প্রতিলিপি ইডি হাতে পায়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। এমনকি, সন্দেশখালির হামলার ঘটনাতেও ন্যাজাট থানার তরফে ইডিকে FIR-এর প্রতিলিপি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।