জঙ্গল কেটে তৈরি হচ্ছে আবাসন, বাড়ছে রিসোর্টের সংখ্যা,ডুয়ার্স জুড়ে বিপন্ন জীববৈচিত্র্য। লোকালয়ে অবাধ বিচরণ কিং কোবড়ার। আবারও কিংকোবড়া সাপ উদ্ধার।দুদিন আগে নাগ্রাকাটা ব্লকের একটি বাড়ি থেকে ১২ ফুটের কিংকোবড়া উদ্ধার করে বন দপ্তর। আর এবার গরুবাথান ব্লকের মিশোন হিল চা বাগান থেকে উদ্ধার ১১ ফিটের কিংকোবড়া। এদিন চাবাগানের নালার মধ্যে শ্রমিকেরা কাজ করার সময় এই সাপটি দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়। এরপর ঘটনা স্থলে গরুবাথান বন দপ্তর গিয়ে সাপটিকে রেসকিউ করে। সাপটিকে প্রথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেয় বন কর্মীরা। বন কর্মীদের অনুমান নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকেই সাপটি এসেছিলো এলাকায়। সেই কারনে ভুট্টাবাড়ি জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় কিংকোবড়া সাপটিকে। যদিও বার বার কিং কোবড়া সাপ বা বন্য প্রাণের লোকালয়ে চলে আসার বিষয়টিকে কোনো বিক্ষিপ্ত ঘটনা না বলেই মনে করছেন পরিবেশপ্রেমী থেকে গবেষকেরা। কারন, এক শ্রেণীর মানুষ আর্থিক মুনাফার স্বার্থে জঙ্গল লাগোয়া জমিতে বহুতল আবাসন যেমন নির্মান করছে, পাশপাশি জঙ্গলের ঘনত্ব ক্রমশ কমে যাওয়ায় ব্যাপক প্রভাব পরেছে জীববৈচিত্র্য, যে কারনে কিং কোবড়ার মতো অতি বিষাক্ত সাপ ও তার অবস্থান বদল করছে অন্যান্য বন্য প্রাণের মতোই।
Related Posts
আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪
আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে…
এক মাস তিন দিন সাইকেলযাত্রা করলেন কোচবিহারের ছেলে জয়ন্ত বর্মন
কোচবিহার থেকে সাইকেল চালিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছেছিলেন জয়ন্ত বর্মন তিনি জানান তার এই সাইকেল যাত্রা প্রায় তিন হাজার কিলোমিটার। এই বিষয়ে তিনি বলেন ব্যাঙ্গালোরে পৌঁছে বিভিন্ন হসপিটাল নার্সিংহোম থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছেন এবং কোচবিহার থেকে যারা গিয়েছেন ব্যাঙ্গালোরে চিকিৎসার…
After a case regarding drinking water issues Naxalbari’s Sebdella Jote made it to the headlines
On 6th December Naxalbari’s Sebdella Jote made it to the headlines after a case regarding drinking water issues was registered at the Jalpaiguri Circuit Bench of the high court. Actually the residents of the village were facing acute drinking water…