জঙ্গল কেটে তৈরি হচ্ছে আবাসন, বাড়ছে রিসোর্টের সংখ্যা,ডুয়ার্স জুড়ে বিপন্ন জীববৈচিত্র্য। লোকালয়ে অবাধ বিচরণ কিং কোবড়ার। আবারও কিংকোবড়া সাপ উদ্ধার।দুদিন আগে নাগ্রাকাটা ব্লকের একটি বাড়ি থেকে ১২ ফুটের কিংকোবড়া উদ্ধার করে বন দপ্তর। আর এবার গরুবাথান ব্লকের মিশোন হিল চা বাগান থেকে উদ্ধার ১১ ফিটের কিংকোবড়া। এদিন চাবাগানের নালার মধ্যে শ্রমিকেরা কাজ করার সময় এই সাপটি দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়। এরপর ঘটনা স্থলে গরুবাথান বন দপ্তর গিয়ে সাপটিকে রেসকিউ করে। সাপটিকে প্রথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেয় বন কর্মীরা। বন কর্মীদের অনুমান নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকেই সাপটি এসেছিলো এলাকায়। সেই কারনে ভুট্টাবাড়ি জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় কিংকোবড়া সাপটিকে। যদিও বার বার কিং কোবড়া সাপ বা বন্য প্রাণের লোকালয়ে চলে আসার বিষয়টিকে কোনো বিক্ষিপ্ত ঘটনা না বলেই মনে করছেন পরিবেশপ্রেমী থেকে গবেষকেরা। কারন, এক শ্রেণীর মানুষ আর্থিক মুনাফার স্বার্থে জঙ্গল লাগোয়া জমিতে বহুতল আবাসন যেমন নির্মান করছে, পাশপাশি জঙ্গলের ঘনত্ব ক্রমশ কমে যাওয়ায় ব্যাপক প্রভাব পরেছে জীববৈচিত্র্য, যে কারনে কিং কোবড়ার মতো অতি বিষাক্ত সাপ ও তার অবস্থান বদল করছে অন্যান্য বন্য প্রাণের মতোই।
Related Posts
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের
দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের। দীর্ঘ…
নতুন বছরে কি জাঁকিয়ে পরবে ঠান্ডা? জানিয়ে দিল আবহাওয়া দফতর
শীতপ্রেমীরা ভেবেছিলেন, নববর্ষের উপহার হিসেবে শীত ফিরে পাবে তার পুরনো মেজাজ। আপাতত তাদের আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ বছর শেষে নতুন বছরের শুরুতে শীত ফেরার সম্ভাবনা…
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ অভিযোগ বিরোধীদের
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের…