বড় চাপের মুখে কালীঘাটের কাকু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের একবার হাইকোর্টে ধাক্কা খেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু।’

বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ থেকে বিরত থাকল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষার প্রক্রিয়ার পরই নেবেন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ না করলেও ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার নির্দেশের সমালোচনা করেছে এদিন। এই মামলার শুনানি চলার সময় ইডির পক্ষ থেকে সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গ ওঠে আদালতে।