রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কড়া বার্তা বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির জন্য তারিখ চেয়েছিলেন তাঁর আইনজীবী।

কিন্তু সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। সাফ জানিয়ে দেন, ‘আদালতের চোখে সবাই সমান, কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। যে রকম তারিখ নির্ধারিত রয়েছে, সেরকম ভাবেই শুনানি হবে।’ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বান্ধবীর ফ্ল্যাট থেক উদ্ধার হয় কোটি কোটি টাকা। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি‌। গত ৮ সেপ্টেম্বরও পার্থর জামিনের আবেদন করা হয়‌। কিন্তু তা খারিজ হয়ে যায়।