কোর্টের নির্দেশে স্থগিতাদেশ পড়লো গ্রেফতারিতে, স্বস্তি পেলো জিতেন্দ্র-জায়া

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ কিন্তু এখনই গ্রেফতার করা যাবে না তাঁর স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত চৈতালির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছে। তাই কম্বল কাণ্ডে আপাতত স্বস্তিতে জিতেন্দ্র-জায়া।

গত ১৪ ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি পড়ে যায়৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। এই ঘটনায় জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি ছাড়াও অভিযুক্ত আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিং। তবে গৌরব এবং তেজপ্রতাপের গ্রেফতারিতে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার স্বস্তি দেওয়া হল চৈতালিকেও।

এর আগে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় জিতেন্দ্রের স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তাঁদের ফ্ল্যাটে যান দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের কর্মীরা। কিন্তু প্রতিবারই ফ্ল্যাটে তালা ঝুলতে দেখে তাঁরা নোটিস দিয়ে আসেন। তবে তিওয়ারি দম্পতির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই অভিযোগ ওঠে। শেষমেষ চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে সক্ষম হয় পুলিশ।