উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম শুরু হচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস। আর কোনও ঝঞ্ঝাট নয়। জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মধ্যে দিয়ে ঘরে-ঘরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে, জলপাইগুড়িতে খুশির হওয়া। পাইপলাইনের মধ্যে দিয়ে এবার রান্নার গ্যাস ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার মাধ্যমে এই গ্যাস ২৪ ঘণ্টা পাওয়া যাবে পরিষেবা। কলকাতার পর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস-পরিষেবা চালু করা হচ্ছে।
Related Posts
Fire breaks out in a house in Rajganj
Rajganj, 09 December: A fire broke out in a house in Jhakua Para of Baropatia Gram Panchayat under Rajganj Assembly constituency, creating a stir in the area. It is being told that the incident took place at around 9 am…
শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। বুধবার সকালে তিনি জলপাইমোড় সংলগ্ন বাজার এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। তবে মেয়র জানিয়েছেন এই কাজের জন্য কোনো ব্যবসায়ীকে…
পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, এল প্রশাসন
পানীয় জল বাড়ি-বাড়ি পৌঁছলে ভোট পাবে! বাড়ি-বাড়ি জল পৌঁছে দেবে যে দল তাকেই ভোট দেব! জলপাইগুড়ির বানারহাটের এলআরপি মোড়ের বাসিন্দারা পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এই দাবি জানালেন। পানীয় জলের দাবিতে সোমবার বানারহাটের এলআরপি মোড়-সংলগ্ন এলাকায় বানারহাট থেকে…