উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম শুরু হচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস। আর কোনও ঝঞ্ঝাট নয়। জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মধ্যে দিয়ে ঘরে-ঘরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে, জলপাইগুড়িতে খুশির হওয়া। পাইপলাইনের মধ্যে দিয়ে এবার রান্নার গ্যাস ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার মাধ্যমে এই গ্যাস ২৪ ঘণ্টা পাওয়া যাবে পরিষেবা। কলকাতার পর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস-পরিষেবা চালু করা হচ্ছে।
Related Posts
জলের বিপাকে পরেছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম
পানীয় জলের সমস্যা, হাতে গোনা কয়েকটি কল থাকলেও ঘোলা জল বের হচ্ছে। গ্রামে বসবাস করে জল বয়ে আনতে হচ্ছে শহর থেকে। বিশুদ্ধ জল না পেয়ে খুবই বিপাকে পরেছেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকান্দপল্লির কয়েকশো বাসিন্দা। জেলা প্রশাসনের…
মহিলা পুরোহিতের দ্বারা বিশ্বকর্মা পুজো হলো জলপাইগুড়িতে
মহিলা পুরোহিতের দ্বারা বিশ্বকর্মা পুজো হলো জলপাইগুড়িতে।শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সংস্থার অফিসে এই পুজো হয়। পুজো করেন শহরের বাসিন্দা ডালিয়া রায় চৌধরী। এদিন নিয়ম নিষ্ঠার সাথে পুজোয় বসেন তিনি। প্রায় দেড় ঘন্টা পর পুজো সম্পন্ন করেন।তিনি বলেন, এই প্রথম…
পুজোর মুখে আজ থেকে রাজ্যে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট শুরু হয়েছে
পুজোর মুখে আজ থেকে রাজ্যে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই ভালো প্রভাব উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি গোশালা ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়ে একাধিক ট্রাক।এদিন সকালের দিকে রাস্তায় ট্রাক চলাচল অনেকটাই কম। পুলিশি হেনস্থা থেকে শুরু করে মিথ্যে কেসের অভিযোগ…