তদন্ত চলছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এই মামলায় বর্তমানে ইডি হেফাজতে সন্দেশখালির বেতাজ ‘বাদশা’ শেখ শাহজাহান। সম্প্রতি এই তদন্তের সূত্র ধরেই শাহজাহানের এলাকার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের সন্ধান পায় গোয়েন্দারা।

শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। CBI-NSG-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা-বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে দ্বিতীয় দফার ভোটের দিন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই।

শাহজাহানের সঙ্গে ওই ব্যক্তির কী যোগসূত্র, কী ভাবে তার কাছে এত পরিমাণ অস্ত্র এল, সেই রহস্য সমাধানে নামে গোয়েন্দারা। এবার উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্রর সাথে শাহজাহান-যোগের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।