তদন্তের তৎপরতা তুঙ্গে, অনুব্রত কন্যার গাড়িচালক এবং পরিচারককে তলব

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র‍্যাডার থেকে বাইরে, তা একদমই নয়। কারণ তাঁর মেয়ের কাজের গতিপ্রকৃতির ওপর নজর আছে সিবিআইয়ের। সুকন্যা মণ্ডলকেও একাধিকবার তলব করা হয়েছে বটে, এবার তলব করা হল তাঁর গাড়িচালক এবং পরিচারককে।

গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র‍্যাডার থেকে বাইরে, তা একদমই নয়। কারণ তাঁর মেয়ের কাজের গতিপ্রকৃতির ওপর নজর আছে সিবিআইয়ের। সুকন্যা মণ্ডলকেও একাধিকবার তলব করা হয়েছে বটে, এবার তলব করা হল তাঁর গাড়িচালক এবং পরিচারককে।

জানা গিয়েছে, সুকন্যা মণ্ডলের গাড়িচালক এবং পরিচারককে মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। তবে শুধু হাজিরা নয়, ওই দুজনকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি আনারও নির্দেশ দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, সিবিআই সন্দেহ করছে যে তাদের অ্যাকাউন্ট মারফৎ বেআইনি টাকা অন্য কোথাও পাচার করা হয়েছে।