তদন্তের মাঝেই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বড় স্বস্তি পেল মানিক, বাড়ানো হলো মেয়াদ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই হাজিরা দিতেই হবে এমন নির্দেশ ছিল। সব শেষে শীর্ষ আদালত মানিকের স্বস্তি আরও বাড়িয়ে দিল। কারণ তাঁর ‘কবচের’ মেয়াদ বাড়ান হল।

আগামী শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এমনই নির্দেশ দিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত চরম স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। আদালত জানিয়েছে, তদন্ত চলবে কিন্তু তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। আপাতত এই ‘রক্ষাকবচ’ বহাল থাকল মানিকের।

উল্লেখ্য, টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।