কম্পিউটার সায়েন্স ডিগ্রী রয়েছে? আইআইটি খড়গপুরে মোটা মাইনের কাজের সুযোগ

আপনার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে আপনার জন্য আইআইটি খড়গপুরে মোটা মাইনের কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদের জন্যও নিয়োগ চলছে? বেতন কত? কীভাবে আবেদন করবেন জানুন।

বিজ্ঞপ্তির দ্বারা জানানো হয়েছে, জেআরএফ অথাৎ জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। বেতনও বেশ মোটা। তবে নেওয়া অস্থায়ী পদের জন্য। কাজের মেয়াদ ৩৬ মাস। প্রতি মাসে দেওয়া হবে ৩১ হাজার টাকা করে। তবে পরে কাজের মেয়াদ বাড়তেও পারে।