মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে শতাধিক বাড়ি ! ঝলসে মৃত ১, আহত ৩০

বুধবার বিকেলে বিধ্বংসী আগুন রতুয়া থানা এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একের পর এক বাড়ি। পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। জানা গিয়েছে , আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা অন্তত ৩০। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।  ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা  সম্ভব হয়েছিল।

খবর সুত্রে জানা গেছে যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সকলেই গঙ্গা-ভাঙনের উদ্বাস্তু পরিবার। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল  স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন তিনি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মাথার উপর ছাদ হারিয়েছে বহু পরিবার। চারদিকে এখন শুধুই হাহাকার। প্রয়োজনীয় জিনিসপত্রও অনেকে বাড়ি থেকে বের করার সুযোগ পাননি।কীভাবে আগুন লেগেছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

কিন্তু বিধায়ক জানিয়েছেন যে, বাড়ির রান্না করার সময় কোনও ঘর থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।