তীব্র তাপদাহে বাঙালীর একেবারে মরমর দশা। রোদের চড়া তাপে একেবারে নাকানি-চোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়ছে হৃদরোগ জনিত সমস্যা। বয়স মানছে না হেটস্টোক। যেকোনো বয়সের মানুষই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অকালে প্রাণ দিচ্ছে। তাই হিটস অফ জনিত সমস্যা একেবারেই এড়িয়ে যাবেন না। আগে থেকে সাবধানতাও অবলম্বন করতে হবে। খাদ্যাভাসে বদল আনতে হবে। তেল মসলা কে এই সময় একেবারেই না করুন। স্ট্রেস একেবারেই নেবেন না। পর্যাপ্ত পরিমাণে জল খান। দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। এবং নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত করুন নিজেকে।
Related Posts
Discover the nutritional power of sweet potatoes
In recent health discussions, sweet potatoes have emerged as a superfood highly recommended by doctors and nutritionists alike. Rich in vitamins, minerals, and antioxidants, these tubers offer numerous health benefits that can enhance overall well-being. Nutritional PowerhouseRich in Vitamins: High…
নতুন রোগ দেখা দিচ্ছে করোনা সংক্রমণে আক্রান্ত হলে, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
করোনা সংক্রমণে আক্রান্ত হলে শারীরিক ক্ষতি হয় অনেকভাবে। শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, এই তথ্য অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল। সেই প্রেক্ষিতেই কোমরবিডিটি রোগীদের বিশেষভাবে দেখাভালের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্য কোনও রোগের ওপর করোনার প্রভাব মারাত্মক হতে পারে বলেই আশঙ্কা…
Schools reopen in Delhi, UP, MP, Telangana, Tamil Nadu, Karnataka today
The schools, colleges, and other educational institutions across several states, including Delhi, Tamil Nadu, Rajasthan, Uttar Pradesh and many more will reopen today i.e. on September 1. A few special protocols are meant to adhere to the government-necessitated coronavirus disease…