ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে নিম্নচাপ অবস্থান করছে৷

আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড পেরিয়ে তা বিহারের দিকে এগোবে। গতকাল দামাল বৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন আবহাওয়া এমনই থাকবে উত্তরে।

আজ থেকে দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।