শিক্ষকদের জন্য বড় সুখবর

বিগত বেশ কিছু দিন ধরে চলছিল সমস্যা, অবশেষে কিছুটা হলেও এবার তার সুরাহা হলো। দীর্ঘদিন ধরে ‘উৎসশ্রী’ পোর্টাল বন্ধ থাকায় আটকে রয়েছে শিক্ষক-বদলি। যার জেরে সমস্যায় পড়ছেন শিক্ষক-শিক্ষিকারা। এই নিয়েই মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন জানাল মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে কোন‌ও অসুবিধা নেই। সমস্যায় পড়ে আবেদন করেও বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে বহু শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা আপস-বদলি। এই বিষয়ে শিক্ষা দফতরের ব্যাখ্যা, যেহেতু স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে তাই বদলির ফলে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয় তাই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়েছে।

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোন‌ও সমস্যা নেই। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারকে জানিয়েছি। সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে।”