অনবরত হতে থাকা জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য বড় সুখবর

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। রাজ্যর প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু বিগত কয়েকদিন থেকে জালিয়াতি হচ্ছে আধারের বায়োমেট্রিক জাল করে।

কিছুদিন আগেই এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ১০ হাজার টাকা। পরে জানা যায় তিনি আঙুলের ছাপ দিয়ে তুলেছিলেন রেশন। এরপর তার সেই আঙুলের ছাপ জাল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে টাকা।

এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞ থেকে পুলিশ, সবাই বলছেন আধারের বায়োমেট্রিক লক করে রাখতে। খাদ্য দপ্তর জানাচ্ছে, বায়োমেট্রিক লকের সাথে সম্পর্ক নেই রেশন তোলার। আধারের বায়োমেট্রিক লক থাকুক বা না থাকুক, অসুবিধা হবে না রেশন তুলতে।