সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নিত্যদিন সল্টলেকগামী অফিস যাত্রীদের জন্য শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে খুবই জনপ্রিয় এটি একটি মেট্রো রুট। এই এবার এই মেট্রো লাইনে আসছে বড় পরিবর্তন।

জানা গেছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে অটোমেটিক ট্রেন অপারেশন মুডে। এর জেরে মেট্রোর গতি বৃদ্ধি পাবে। শিয়ালদা থেকে আরো কম সময়ে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ। সোমবার থেকেই এবার আরও দ্রুততার সাথে মেট্রো চলাচল করবে শিয়ালদা ও সেক্টর ফাইভের মধ্যে। নতুন এই ব্যবস্থা শুরু হওয়ার ফলে গতি বাড়বে মেট্রোর।

এতদিন প্রায় ২০মিনিট সময় লাগত শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য। তবে নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন থেকে ১৭ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। নতুন এই সিস্টেমে বেশ কিছুটা সময় বাঁচবে মেট্রো যাত্রীদের।