অবশেষে কি মানঅভিমান মিটল সলমন ও ঐশ্বর্যার

তাঁদের একসময় ভরপুর প্রেম ছিল। যদিও পরবর্তীতে সেই প্রেমে ফাটল ধরে। কথা হচ্ছে ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানের। তামাম বিশ্ব জানে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই। তবে কি এবার হঠাৎই ঘটে গেল নিয়মের হেরফের? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়ো নিয়ে তুমুল চর্চা। কী রয়েছে সেখানে?

ভিডিয়োতে দেখা যায় যে, ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে এক পার্টিতে লাল সালোয়ার পরিহিতাকে জাপটে ধরে আছেন সলমন। মণীশের ওই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বর্যাও। তিনিও পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট। তবে কি পুরনো তিক্ততা ভুলে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা? কিন্তু সত্যিটা হল, ঐশ্বর্যা ও সলমন সেদিন একই পার্টিতে হাজির থাকলেও সলমন যে মহিলাকে জড়িয়ে ধরেছিলেন তিনি আদপে রাই সুন্দরী নন। লাল সালোয়ার পরিহিতা নারী আদপে অভিনেতা সূরজ পাঞ্চোলির বোন। তাঁকে দেখেই ভালবেসে জড়িয়ে ধরেন সলমন খান। যদিও মুখ না দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে তৈরি হয় ভ্রান্তি।

ঐশ্বর্যা এত বছর কেটে গেছে তবু আজও সলমনের সঙ্গে কথা বলেন না। যদিও শুরুটা এরকম হয়নি। একসময়ে সকলেই ভেবে নিয়েছিলেন ঐশ্বর্যাকে বিয়ে করবেন সলমন। তবে কোনও এক অজানা কারণে তিক্ত ভাবে শেষ হয়েছিল তাঁদের প্রেম। আজ দু’জনেই জীবনে এগিয়ে গিয়েছেন অনেকটা। তবে সম্পর্কের বরফ গলেনি। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন ঐশ্বর্যা। যদিও সলমন  আজও বিয়ে করেননি।