অবশেষে চলতি বছর বদলে গেল সিলেবাস

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। আর্য নয় হরপ্পাই ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। সম্প্রতি এমনটাই দাবি করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দাবি করা হয়েছে, হরপ্পা সভ্যতা এবং বৈদিক যুগের মানুষ একই সমসাময়িক হলেও হতে পারে।

উল্লেখ্য, NCERT-র দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইতে এই বদল আনা হয়েছে। বইটিতে হরপ্পা সভ্যতার ‘ব্রিকস, বিডস অ্যান্ড বোনস’ অধ্যায়ের ‘থিমস ইন ইন্ডিয়া হিস্টরি পার্ট ওয়ান’-এ এই পরিবর্তন এনেছে এনসিইআরটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া সিলেবাস ধরে পড়ানো শুরু করবে NCERT।

NCERT বলছে, খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত হরপ্পাবাসীর জিনের শিকড়। মূলত দক্ষিণ এশীয়ার মানুষদের মধ্যে ছড়িয়ে আছে সেই জিন। দক্ষিণ এশিয়ার মূল নিবাসীদের অধিকাংশই হরপ্পাবাসীর বংশধর বলে দাবি। তবে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইতেই। এতদিন ধরে পড়ে আসা ইতিহাসকে এক কথায় নাকচ করেছে NCERT।