পার্থর দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি ইডির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত ইডির মূল দাবি, পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী এবং দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত এবং এর পাশাপাশি প্রথম থেকেই পার্থর জামিনের বিরোধিতা করে এসেছেন তারা।

এবার আদালতে আরও বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা জানাল, আসলে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন দুর্নীতির মাস্টারমশাই! আদালতে প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথা অনুযায়ী, তিনি নিয়োগ কর্তা নন, ছিলেন না। তিনি শুধু বোর্ডে ছিলেন। ইডি স্পষ্ট দাবি বলছে, তারা ছোটখাটো নয় সীমাহীন এক সোনার খনিতে প্রবেশ করেছে। আর এই যে দুর্নীতি হয়েছে তার মাস্টারমশাই পার্থ চট্টোপাধ্যায়, বাকিরা শুধু ছাত্র।

এই ক্ষেত্রে পার্থ বলেন, এই রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি তাঁর ভরসা রয়েছে কিন্তু দীর্ঘ ৮ মাস তিনি অন্ধকারে আছেন। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে আছেন, কিন্তু এত বছরেও তাঁর বিরুদ্ধে কারোর কোনও অভিযোগ ছিল না। এমনকি কোনও থানায় তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। এই প্রেক্ষিতেই আফশোশের সঙ্গে তাঁর বক্তব্য, জীবদ্দশায় হয়তো রায় দেখে যেতে পারবেন না, কিন্তু সত্যি একদিন সামনে আসবে।