দেশের করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তায় রয়েছে বিশেষজ্ঞরা

আবারো বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৫৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন পরে এদিন ফের দেশের দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের বেশি। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন। আক্রান্তের পাশাপাশি দেশে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।

তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা আবার নেমেছে সাড়ে তিন লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন।যা আগের দিনের থেকে প্রায় হাজার নয়েক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৬ কোটি ৫৭ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৪ লক্ষের বেশি নাগরিক। শুক্রবার অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিন দেশে টিকাকরণে রেকর্ড গড়ার টার্গেট নিয়েছে কেন্দ্র।

Leave a Reply